ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৯ সেপ্টেম্বর: সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি আয়কর ফাঁকি দিয়েছেন এরকম কথা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলেনি। তারা বলেছে তিনি আয়কর অব্যাহতি চেয়েছেন এবং আইন অনুসারে এনবিআর সে আয়কর অব্যাহতি দিয়েছে। এখানে আইনের কোনো বরখেলাপ হয়নি। সোমবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিবৃতিতে ড. ইউনূস এ দাবি করেন।