সকল মেনু

চাঁদপুরে ভারত বাংলাদেশের উচ্চ ক্ষতাসম্পন্ন প্রতিনিধি দল

16443নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  গতকাল রোববার দুপুরে অনেকটা গোপনে ও আকস্মিকভাবে বাংলাদেশ এবং ভারতের ভূমি জরিপ অধিদপ্তরের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল চাঁদপুরের বড় ষ্টেশন মোলহেড পরিদর্শন করেছেন। পরিদর্শনের এই বিষয়টি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গোপন রাখা হয় এবং এ ব্যাপারে মিডিয়াকে আগে থেকে কিছুই জানানো হয়নি। বেলা সাড়ে ১২ টার দিকে মুষলধারে বৃষ্টির ভেতরে ৬/৭ টি গাড়ি সহকারে প্রতিনিধি দলটি মোলহেডের দিকে যায় এবং সেখানে ১০ মিনিট অবস্থানের পর পুনরায় ফিরে যায়। প্রতিনিধি দলে ভারত ও বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একজন মেজর জেনারেল, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এবং এনডিসিও এসময় তাদের সাথে ছিলেন। তারা কেন চাঁদপুর এসেছিলেন এবং কী কী করেছেন, কর্মকর্তাদের নাম ও পদবী সম্পর্কে স্থানীয় কর্মকর্তারা বিস্তারিত কিছুই বলতে পারেননি। এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন জানান, কুমিল্লার বার্ড থেকে ভারত ও বাংলাদেশের ভূমি জরিপ অধিদপ্তরের একটি দল চাঁদপুর আসেন সংক্ষিপ্ত সময়ের জন্য। বাংলাদেশের ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তাদের চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার সংগমস্থল দেখানোর জন্য নিয়ে আসেন। তারা ৩০ মিনিটের মত চাঁদপুরে ছিলেন তারপর আবার চলে যান। সাংবাদিকদের কেন এ বিষয়ে আগে থেকে জানানো হয় নি এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, সফরটি ছিল আকস্মিক ও সংক্ষিপ্ত সময়ের। তাই বিষয়টি জানানো সম্ভব হয়নি। সপর সম্পর্কে ভারতীয় হাই কমিশনের চট্রগ্রাম অফিসের কয়েকজন কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলেও তারাও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top