সকল মেনু

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন রেলমন্ত্রী

b1এস এন ইউসুফ:  পবিত্র ওমরাহ হজ্ব পালন করে শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এম’পি। আজ ৮ সেপ্টেম্বর বিকাল ৩টায় বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেন। জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত ১২ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি বিমানে মন্ত্রী সৌদি আরবের উদ্দ্যেশে যাত্রা করেন। প্রথমে গত ৩ সেপ্টেম্বর তিনি জেদ্দায় হোটেলে উঠেন এবং ৪ সেপ্টেম্বর ওমরাহ পালন করেন। এবং পরদিন ৫ সেপ্টেম্বর মদিনায় হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা মোবারক জিয়ারত শেষে মসজিদে নববীতে নামাজ আদায় করে মদিনায় অবস্থান করেন। সৌদি আরবে অবস্থানকালে মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রবাসী, কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার প্রবাসী ও বিভিন্ন জেলার বাঙ্গালী সহ নানান শ্রেণী পেশার লোকজনের সাথে মতবিনিময় করেন। ৮ সেপ্টেম্বর ভোরে ৬ টায় সৌদি আরবের রিয়াদ থেকে বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি বিমানে বিকাল ৩টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। এসময় মন্ত্রীকে স্বাগত জানান রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদ, মন্ত্রীর একান্ত সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, সহকারী একান্ত সচিব এন এ এম জসিম উদ্দীন, কুমিল্লা জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশার, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা খালেদ মাহমুদ চঞ্চল, রুপম মজুমদার, মিজানুর রহমান সোহাগ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জামশেদ আলম, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top