সকল মেনু

গ্রেফতার আতংকে লোকজন ঘড় ছাড়া

Grgter3মিয়া মোঃ নোমান, টাঙ্গাইল:  টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয় ৬শতাধিক ব্যক্তির নামে মামলা করেছে পুলিশ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী  মকস্থানে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধু নিহতের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে শনিবার রাতে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন সাহা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে মামলা করার পর থেকেই উপজেলার জামুর্কী এলাকায় গ্রেফতার আতংকে পুরুষেরা এলাকাছাড়া। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, মহাসড়কে অবরোধ ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী নামক স্থানে ট্রাক চাপায় সালেহা বেগম (৪৫) নামে এক গৃহবধু নিহত হয়। এ ঘটনার জের ধরে এলাকাবাসী গতিরোধক ও ফুট ওভার ব্রীজের দাবীতে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top