সকল মেনু

ভুল চিকিৎসায় আইনজীবীর মৃত্যু

imagesনিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  চাঁদপুর শহরের তালতলা এলাকায় কর্ণফুলি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রাম কৃষ্ণ সাহা (৫২) নামের এক আইনজীবী মারা গেছে বলে অভিযোগ করেছে স্বজনরা। এ ঘটনায় এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রামকৃষ্ণ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম কালোচোঁ গ্রামের হরিণাথ সাহার ছেলে। তিনি চাঁদপুর শহরের তালতলায় দু সন্তান ও স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকতেন। রামকৃষ্ণের স্ত্রী পূর্ণিমা সাহা অভিযোগ করে বলেন, রাত ৮টার দিকে তার বুকে ব্যাথা অনুভূত হলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামের কাছে যান। তিনি প্রেসক্রিপশান দিলে ওষুধ কিনে খাওনো হয়। এর একঘন্টা পর আবার বুকে ব্যাথা ওঠলে পুনরায় ডাক্তারের কাছে গেলে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। এঘটনায় স্বজনরা হাসপাতাল ভাংচুরের চেষ্টা করলেও পুলিশি তৎপরতায় তা সম্ভব হয় নি। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top