সকল মেনু

গণভবনে ৬ জেলা নেতাদের সাথে মত বিনিময় আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৮ সেপ্টেম্বর:  আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থী বাছাইয়ে ৬ জেলা নেতাদের সাথে মতবিনিময় সভা করবেন ক্ষমতাসীন মহাজোট সরকারের প্রধান শরিক আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

awamileage_1520130907202809উক্ত জেলাগুলো হলো- যশোর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নওগাঁ, কুড়িগ্রাম ও লক্ষীপুর।
রবিবার বিকেল ৩টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
শনিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট জেলা, উপজেলাসহ প্রথম শ্রেণীর পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদককে মতবিনিময় সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
এরপর ধারাবাহিক এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৪ ও ২০ সেপ্টেম্বর থেকে ৩, ৫, ৭, ৯ ও ১২ অক্টোবর পর্যন্ত।
এর আগে প্রধানমন্ত্রী ৪ সেপ্টেম্বর দিনাজপুর, গাজীপুর, জামালপুর, মানিকগঞ্জ, ভোলা, লালমনিরহাট, রাজবাড়ী।
এদিকে ১০ সেপ্টেম্বর আগামী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন ১৪ দলের নেতাদের মধ্যে এক সমন্বয় সভার আহ্বান করেছেন জোটের সমন্বয়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top