সকল মেনু

ক্রিকেট লিগের স্পন্সর হচ্ছে ওয়ালটন

Walton20130907161744স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ৮ সেপ্টেম্বর:  ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের স্পন্সর হচ্ছে দেশের স্বনামধন্য ইলেকট্রনিক পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন’।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানিয়েছেন,‘২০১২-১৩ মৌসুমের প্রিমিয়ার লিগে স্পন্সর হচ্ছে ওয়ালটন। টুর্নামেন্ট বাবদ ওয়ালটন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)কে ৩০ লাখ টাকা দিচ্ছে।’
উল্লেখ্য, ২০১১-১২ মৌসুমেও ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ছিলো ‘ওয়ালটন’ সে সময় স্পন্সরশিপ বাবদ বিসিবিকে ২৫ লাখ টাকা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
আগামী ১০ সেপ্টেম্বর লিগের প্রথম রাউন্ডের খেলা মাঠে গড়াবে। গত ২৫ আগস্ট ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতিতে খেলোয়াড় বেছে নেয় প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ১২টি ক্লাব।
টুর্নামেন্ট শুরুর আগে আগামী ৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবি ও ওয়ালটনের মধ্যে স্পন্সরশিপের চুক্তি হতে পারে বলে ওয়ালটন সূত্র নিশ্চিত করেছে।
এছাড়া ওয়ালটনের সূত্রে জানা গেছে, গত মৌসুমের থেকে এই মৌসুমে খেলোয়াড়দের জন্যে পুরষ্কারের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পুরষ্কারের ঘোষণাও আসবে বলে সূত্র জানিয়েছে।
গত মৌসুমে ওয়ালটন স্পন্সরশিপ ছাড়াও চ্যাম্পিয়ন দলকে ২২০ লিটার ও রানার্সআপ দলকে ১৯০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ফ্রিজ পুরস্কৃত করে।
এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহককে ওয়ালটন মোটর সাইকেল (১১০ সিসি/ প্রিজম) এবং সর্বোচ্চ উইকেট শিকারিকে ওয়ালটনের ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top