সকল মেনু

ইট চুরির অপবাদ দিয়ে গৃহবধূর চুল কেটে দিলো প্রতিবেশী

হটনিউজ ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইট চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ আগস্ট) সকাল ৯টায় উপজেলার দেয়াড়া ইউনিয়নে পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূর নাম রাশিদা বেগম (৪৫)। তিনি দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী।

জানা গেছে, রোববার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু রাশিদা বেগমকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। পরে সোমবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে অভিযুক্ত নেদু, তার স্ত্রী, ‍পুত্রবধূসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে মারপিট করে। এ সময় ভুক্তভোগীর চুল কেটে দেয়।

এ বিষয়ে কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাশিদা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দেয়ার পর মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top