সকল মেনু

স্টোকসের সমব্যথী হলেন সাঙ্গাকারা-পিটারসেন

হটনিউজ ডেস্ক:

করোনাকালে লকডাউন, জৈব সুরক্ষা বলয় সবার মানসিক চাপই বাড়িয়ে দিয়েছে। অলিম্পিক সিমোন বাইলস, নাওমি ওসাকার মতো তারকারা মানসিক চাপে ছিটকে গেছেন। এর মাঝেই গতকাল শুক্রবার অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ইংলিশ তারকা অল-রাউন্ডার বেন স্টোকস। কারণ হিসেবে দায়ী করেছেন সেই মানসিক অবসাদকে। এই দুঃসময়ে তিনি পাশে পেয়েছেন কুমার সাঙ্গাকারা, কেভিন পিটারসেনদের মতো সাবেক তারকাদের।

স্কাই স্পোর্টসকে সাঙ্গাকারা বলেন, ‘বেন ও তার পরিবারের জন্য সময়টি নিশ্চয়ই খুব, খুব কঠিন। সিদ্ধান্তটি নিশ্চয়ই সহজ ছিল না। এতে সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়দের মানসিক ব্যাপারটিও ফুটে উঠেছে। এতকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। ঘর থেকে এত সময় বাইরে থাকা, বলয়ে থাকা, স্বাধীন চলাফেরায় নানা সীমাবদ্ধতা, এসবের সঙ্গে সবার সামনে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার প্রচণ্ড চাপ তো আছেই। সবসময় আলোচনায় থাকার চাপ আর কোভিডের চাপ মিলিয়েই খেলোয়াড়েরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।’

গত এক বছরে সুরক্ষা বলয়ে অনেকটা সময় কাটাতে হয়েছে স্টোকসকে। পাশাপাশি ৩০ বছর বয়সী অলরাউন্ডার আঙুলের চোটে আক্রান্ত। কয়েকমাস আগে তার বাবার মৃত্যু হয়েছে; যাকে তিনি ভীষণ ভালোবাসতেন। সব মিলিয়ে স্টোকসের এই মানসিক অবসাদ যৌক্তিক বলে মনে করছেন কেভিন পিটারসেন, ‘আশা করি সে ঠিক থাকবে। সে অসাধারণ ক্রিকেটার। বর্তমান বিশ্বের সেরাদের একজন। বাবাকে হারানো ছাড়াও গত এক বছরে তাকে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top