সকল মেনু

ক্ষতিকারক পোকা দমনে পার্চিং ব্যবহারে উদ্বুদ্ধকরণ

photo parchingজিএম ফাতিউল হাফিজ বাবু:  জামালপুরের বকশীগঞ্জে রোপা আমন চাষে ক্ষতিকারক পোকা দমনে পার্চিং এর ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৭ টি ইউনিয়নের রোপা আম চাষীদের পার্চিং ব্যবহারের উপর জোর দিতে সভা সেমিনার শুরু করেছে।কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ১৪ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে।রোপা আমনের ভালো ফলনের লক্ষ্যে পার্চিং এর ব্যবহার ছড়িয়ে দিতে গ্রামে গ্রামে কাজ করছে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছে।পার্চিং ব্যবহারের খরচও অনেক কম। প্রতি বিঘায় ৪ টি করে বাশেঁর কঞ্চি দিয়ে পার্চিং তৈরি করা হয়।পার্চিং এর উপর বসে উপকারী পাখি ক্ষতিকর পোকা খেয়ে ফেলে। উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মো.মত্তুর্জ আলী জানান, পার্চিং ব্যবহারের ফলে পোকা দমনে কীটনাশক ব্যবহার করতে হয় না এবং খরচও বেচে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top