হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা শুক্রবার দুপুর পৌনে একটা থেকে আড়াইটা পর্যন্ত গুলশানস্থ নিজ বাসভবনে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহানের সঙ্গে বৈঠক করেছেন।
বাংলাদেশের চলমান রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচন, ক্ষমতার পট পরিবর্তনের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশল ও করণীয় বিষয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশেষ সূত্র।
সূত্র জানায়, প্রায় ২ ঘণ্টাকালব্যাপী এ বৈঠকে মূলত রাজনৈতিক পট পরিবর্তনের অহিংস উপায় নিয়ে বাংলাদেশের সাবেক এই কূটনীতিকের সঙ্গে আলাপ চালিয়েছেন ড্যান মজিনা।