সকল মেনু

স্বাস্থ্যবিধি মেনে হজ পালন করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন

হটনিউজ ডেস্ক:

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে হজের আয়োজন করায় সৌদি কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত ১৯ জুলাই এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

টুইট বার্তায় ডাব্লিউএইচও-এর আন্তোনিও গুতেরেস লিখেন, ‘এই বছর হজ পালন করতে ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়েছেন। কভিড-১৯ মহামারি সংক্রমণ রোধে হজযাত্রীদের নিরাপত্তায় সৌদি কর্তৃপক্ষে গৃহীত পদক্ষেপকে আমরা অভিনন্দ জানাচ্ছি।’

এরপর আরেকটি টুইট বার্তায় তিনি ‘ঈদ মোবারক’ লিখে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন।

গত ১৭ জুলাই থেকে সৌদিতে অবস্থানরত ৬০ হাজার হজযাত্রী নিয়ে হজের কার্যক্রম শুরু হয়েছে। এদের মধ্যে ১৫০ টি দেশের নাগরিক রয়েছে বলে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

হজের কার্যক্রম চলাকালে হজযাত্রীদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদ আল আলি বলেছেন, এখন পর্যন্ত হজযাত্রীদের কারো করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি।

সূত্র : আল আরাবিয়া

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top