সকল মেনু

অর্ধলক্ষ দর্শকের সমাগম,পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের লাঠি চার্জ

footbal 06-09-13_0001.jpgসিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের শহীদ শামছুদ্দীন স্টেডিয়ামে আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগীতার সেমিফাইনাল খেলা দেখতে মাঠে অর্ধলক্ষ দর্শকের সমাগমীতার। আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে। খেলার সময় ৪টা থাকলেও দুপুর ২টা থেকে দর্শক এসে টিকেট কাউন্টারের সামনে এস ভীর করতে থাকে   খেলা শুরু হবার নির্ধারিত সময়ের অনেক পুর্বেই সকল প্রকার টিকিট ফুরিয়ে যায়। খেলা শুরু হবার সাথে সাথে বাইরে টিকিট না পেয়ে দারিয়ে থাকা দর্শকরা খেলা দেখার জন্য গেটের কাছে ভীর জমায় এক সমায় তারা স্টেডিয়ামের দেওয়াল টপকিয়ে মাঠে প্রবেশ করে এবং ভি আইপি গেট ভেঙ্গে মাঠে প্রবেশ করার চেষ্টা করে । এসময় পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনেনার চেষ্ট করে পরে খেলা পরিচালনা কমিটি গেট ছেরেদিয়ে দর্শকদের মাঠে প্রবেশ করতে দিতে বাধ্য হয় । মাঠে গ্যালারীর ধারন ক্ষমতার চেয়ে অধিক দর্শক হবার কারনে মুল মাঠেও দশর্কের উপস্থিতি লক্ষ করা যায়। এসময় প্রায় অর্ধ লক্ষ দর্শক একযোগে খেলা উপভোগ করে। খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা একাদশ উল্লাপাড়া উপজেলা একাদশকে ৬-১ গোলে পরাজিত করে। উভায় দলে জাতীয়দল এবং বিদেশী খেলোয়াররা তাদের খেলার নৈপন্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। সিরাজগঞ্জ স্টেডিয়ামে এত দর্শকের সমাগম জেলা বাসীকে হতবাগ করেছে। এই দর্শক সমাগম সিরাজগঞ্জের স্মরনকালের ইতিহাস গড়লো।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top