সকল মেনু

সালথায় কঠোর অবস্থানে প্রশাসন, ৩ জনের জরিমানা

হটনিউজ ডেস্ক:

লকডাউনের ১২তম দিনে সোমবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় বিধিনিষেধ অমান্য করায় ৩জনকে ১ হাজার ৭ শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানকালে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র সুবেদার মোঃ মীর মানিক হোসেন সহ আনসার বাহীনির সদস্য বৃন্দ।

এদিকে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩জনকে ১৭শ টাকা জরিমানা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top