সকল মেনু

পাকিস্তানের সরকারি ঋণ ১১ মাসে ৮ শতাংশ বেড়েছে

হটনিউজ ডেস্ক:

পাকিস্তানের সরকারি ঋণ মাত্র ১১ মাসের মধ্যে ৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত জুনে অর্থবছর শেষ হওয়া পর্যন্ত এ হিসাব পাওয়া গেছে। সরকারি তথ্যানুসারে, করোনা মহামারির সংকটকালীন এই সময়ে প্রয়োজনীয় ব্যয় মেটাতে ঋণ বৃদ্ধির কারণেই এমনটা হয়েছে।

বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনের বরাত দিয়ে বিগ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গত ৫ জুলাই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত তথ্যে দেখা যায়, অর্থবছর শেষ হওয়ার দিন (৩০ জুন) পর্যন্ত বিগত ১১ মাসে সরকারি ঋণ বৃদ্ধি পেয়েছে ৮.২৩ শতাংশ। সংখ্যার হিসাবে যা ২.৮৯ ট্রিলিয়ন রুপি বা ৩ লাখ ২৮ হাজার ৩২৬ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৬৪০ টাকা।

তথ্যানুসারে, ২০২১ সালের মে মাসের শেষ নাগাদ পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ঋণ বেড়ে দাঁড়ায় ৩৭.৯৯৭ ট্রিলিয়ন রুপি। ২০২০ সালের জুনে এ সংখ্যাটা ছিল ৩৫.১০৭ ট্রিলিয়ন।

জনগণের ঋণের উত্থান মূলত সরকারের অভ্যন্তরীণ ঋণ দ্বারা পরিচালিত হয়। যা ১১.৯৫ শতাংশ বেড়ে ২৬.০৬৫ শতাংশে দাঁড়িয়েছে। তবে বৈদেশিক ঋণ প্রায় সমান ছিল। সংখ্যাটা ১১.৯৩১ ট্রিলিয়ন রুপি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top