সকল মেনু

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েই শিরোপা জিততে চান নেইমার

হটনিউজ ডেস্ক:

পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল। আগামীকাল সকালে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। কোপার ফাইনালে বহু আকাঙ্ক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের স্বপ্ন সত্যি হতে আর মাত্র একটি ম্যাচ বাকি।

শিরোপার আনন্দটা বহুগুণ বাড়িয়ে নিতেই ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই চায় ব্রাজিল। নেইমার অন্তত সেটিই চান। সে কারণে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে তিনি আর্জেন্টিনাকে সমর্থন করবেন। আজ পেরুর বিপক্ষে জিতে সেটিই জানিয়েছেন গণমাধ্যমকে।

অবশ্য পেরুর বিপক্ষে ম্যাচ শেষে নেইমার সরাসরিই বলে দিলেন আসল কথাটা, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। সেমি ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তাদেরই সমর্থন দেব। আমি কোপার ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চাই। কারণটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর্জেন্টাইন দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে।’

তবে তিনি যে আর্জেন্টিনাকে হারিয়েই শিরোপা জিততে চান তা তার পরের কথাতেই পরিষ্কার, ‘ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমি খুশি হব, কিন্তু সে ম্যাচে ব্রাজিলই জিতবে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন!’

কথা বললেন ম্যাচের গোলদাতা পাকেতাকে নিয়েও, ‘পাকেতা চমৎকার এক খেলোয়াড়। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। সে সদ্যই দারুণ একটা মৌসুম কাটিয়ে এসেছে ফ্রান্সে। প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের জার্সি গায়ে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top