সকল মেনু

চিরকুট লিখে করোনায় আক্রান্ত রোগীর আত্মহত্যা

হটনিউজ ডেস্ক:

সাতক্ষীরায় আজগার আলী (৫৫) নামে এক করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে।

শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে। আজগার আলী ইলিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

উপজেলার কেরালকাতা ইউপি চেয়ারম্যান গোলাম মোরশেদ জানান, আজগর আলী ১৪ দিন ধরে করোনা পজিটিভ হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে তিনি বাড়ির পাশে আম গাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
কলারোয়ার থানার এসআই রেজাউল ইসলাম জানান, আজগর আলী আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন। করোনা রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের টাকা তিনি সামলাতে পারছেন না। এ জন্য তিনি এই পথ বেচে নিয়েছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল কবীর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন দীর্ঘদিন তার বাড়িতে ছেলে-বউদের সাথে অশান্তি ঝগড়া বিবাদ লেগেই থাকতো। করোনা পজেটিভ হওয়ার পর সেই অশান্তির মাত্রা বেড়ে যায়। হয়ত সেই কষ্টে তিনি আত্মহত্যা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top