সকল মেনু

সশস্ত্র হামলার ঘটনায় প্রতিবাদ সভা

images (1) নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০৫ সেপ্টেম্বর:  কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও এক নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ইসমাইল হোসেনের ছেলে মনিরুল ইসলাম মিলনের উপর বর্বর সন্ত্রাসী হামলা হয়েছে। মিলনের মাথা ও ডান কান ইটের উপর্যুপরি আঘাতে থেতলে দেয়া হয়েছে। তার ডান হাতের কব্জি কেটে ঝুলিয়ে দেয়া হয়েছে। বুধবার রাত আনুমানিক ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের হাসপাতাল গেটে মিলনের উপর এমন বর্বর হামলার ঘটনা ঘটে। রাতেই মিলনকে আশঙ্কা জনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মিলনকে দ্রুত ঢাকায় নেয়া হয়েছে। মিলনের পরিবার থেকে এঘটনার জন্য ছাত্রলীগের প্রতিপক্ষ খালিদ গ্রুপকে দায়ী করা হয়েছে। তারা অভিযোগ করেন খালিদের নেতৃত্বে ২০/২২ সশস্ত্র সন্ত্রাসী মিলনকে হত্যার উদ্দেশে এই হামলা চালায়। এঘটনায় পুলিশ হাসান, সুমন ও নেছারকে গ্রেফতার করেছে। এদের সবাইকে ৫৪ ধারায় আদালতে চালান করা হয়েছে। এদিকে মিলনের উপর হামলার ঘটনায় কলাপাড়া উপজেলা ছাত্রলীগের কয়েক ’শ নেতাকর্মী ও এলাকার নারী-পুরুষ বৃহস্পতিবার সকাল থেকেই ফেরিঘাট সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয়। উত্তেজিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। ছাত্রলীগ নেতশা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউপি চেয়রম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা। অন্যান্যের মধ্যে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, শওকত হোসেন বক্তব্য রাখেন। এর আগে মিলন সমর্থকদের হাতে পতিপক্ষের দুই কর্মী মারধরের শিকার হয়। শহরের এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ পাহারা রয়েছে। কলাপাড়া থানার ওসি এসএম তারিকুল ইসলাম জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top