সকল মেনু

হাজার ডলার ছাড়াল মাথাপিছু আয় – অর্থমন্ত্রী

dollar-muhit20130904214915নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৫ সেপ্টেম্বর:  মাথাপিছু আয় এক হাজার ডলার ছাড়িয়ে গেছে বাংলাদেশে। বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

‘গত ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বার্ষিক ৯২৩ ডলার থেকে বেড়ে হয়েছে ১০৪৪ ডলার।’
বুধবার পরিসংখ্যান ভবনে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে মাথাপিছু আয়ের তথ্য নিয়ে একটি প্রেজেন্টেশন দেখায় পরিসংখ্যান ব্যুরো।
অর্থমন্ত্রী বলেন, ‘সামাজিক নিরাপত্তা খাতসহ অর্থনীতির বিভিন্ন সূচকে গত কয়েক বছর ধরে আমরা ভাল করছি। তারই ইতিবাচক ফল হচ্ছে মাথাপিছু আয়ের এই উন্নতি।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার পরিসংখ্যানকে সব সময় ‘রাজনীতির ঊর্ধ্বে’ রাখার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, চলতি অর্থবছর থেকে মূল্যস্ফীতির মতো মোট জাতীয় আয়ের (জিডিপি) তথ্যও নতুন ভিত্তি বছরে হিসাব করা হবে।

এতোদিন ১৯৯৫-৯৬ ভিত্তিবছরের বিভিন্ন তথ্যকে ভিত্তি ধরে জিডিপি প্রবৃদ্ধি হিসাব করা হতো।
চলতি বছর থেকে ২০০৫-০৬ ভিত্তি বছরের তথ্যকে এই হিসাবের কাজে ব্যবহার করবে পরিসংখ্যান ব্যুরো।
সরকার আশা করছে, চলতি অর্থবছর ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে জানান মন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top