সকল মেনু

মাওয়ায় নতুন ৩টি রো-রো ফেরি

download (2)আব্দুস সালাম, মুন্সিগঞ্জ: দৌলতদিয়া-পাটুরিয়ায় নাব্যতা সংকটের কবলে ফেরি পারাপারে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। এতে যাত্রী সুবিধার্থে মঙ্গলবার বিকেল থেকে ৩ টি রো-রো ফেরি মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরি বহরে যুক্ত হয়েছে।

এ নৌরুটে ৩টি রো-রো ফেরি চলাচল করতো। অতিরিক্ত যাত্রী-যানবাহনের চাপ সামলাতে এর সঙ্গে যোগ হয়েছে আরও ৩ টি রো-রো ফেরি।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সিরাজুল হক জানান, যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরি বহরে সোমবার একটি ও মঙ্গলবার বিকেল থেকে দুইটি রো রো ফেরি যুক্ত হয়।

তিনি জানান, এর আগে মাওয়ায় বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও শাহ-মখদুম নামের ৩ টি রো-রো ফেরি চলাচল করে আসছে। তার সঙ্গে যুক্ত হয়েছে শাহ-পরান, এনায়েতপুরী ও খানজাহান আলী নামের আরও ৩টি ফেরি। মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে এ নিয়ে সর্বমোট ফেরির সংখ্যা দাড়িয়েছে ২০ এ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top