সকল মেনু

আনিকা

Untitled-1 copyকবি মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন
ডিআইজি, এসবি, ঢাকা।

তুমি আমার কলিজার মনি,
বুঝাতে পারছি না যে আমি।
তুমি আমার বড় মেয়ের বড় কন্যা,
কিছুতেই তোমাকে ভুলতে পারি না।

তোমার মা ট্রেনিং এ নিউজিল্যান্ডে আছে,
প্রতিদিন ফোন করে পাই তোমার ঘ্রান বাতাসে।
তোমার মা আমার বড় কন্যা কলিজা তানিয়া,
মনে করতে পারে হয়তো আমি ফোন করি না।

তুমি সোনা মণি বলে দিও আমার মাকে,
আমার স্মরন আছে তুমি যে একলা ঘরে।
সময় কাটে না তোমার, তানিয়া মা বিহনে,
বাংলা পড়তে পার না বলে দুঃখ আমার মনে।

তোমার নান মনি বাংলা ভাষাতে অনার্স করছে,
আর তুমি বাংলা জান না পড়তে একেবারে।
এবার আসলে দেশে বাংলা শিখবে যতনে,
বড় হয়ে পড়বে নানার কবিতা এক মনে।

তাই বলি ধৈর্য্য ধর চাকুরী শেষে আসব সিডনীতে,
তোমাকে পড়াব বাংলা নান মনিকে পড়ায়েছি যে ভাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top