সকল মেনু

পদ্মায় মিললো সাড়ে ২২ কেজি ওজনের কাতল!

হটনিউজ ডেস্ক:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় বৃহস্পতিবার (১০ জুন) ভোররাতে কাদের হলদারের জালে সাড়ে ২২ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মন্ডলের আড়তে আনলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা সাড়ে ২২ কেজির কাতল মাছটি অকশনের মাধ্যমে ১৪০০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৫শ টাকায় কিনে নেয়। এসময় বড় আকারের কাতল মাছটি এক নজর দেখতে ফেরীঘাটের আশপাশের লোকজন ভিড় জমায়।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, গত কয়েকদিন যাবত দৌলতদিয়ার পদ্মায় বড় বড় মাছ ধরা পড়ছে, তেমনি বৃহস্পতিবার সাড়ে ২২ কেজি ওজনের কাতল মাছটি পেয়ে অকশনের মাধ্যে ১৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৫শ টাকা বিক্রি করি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top