সকল মেনু

সততার দৃষ্টান্ত

images (5)ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ  প্রায় ২ লক্ষ টাকা পেয়েও থানায় জমা দিয়ে সততার এক দৃষ্টান্ত রাখলেন আলম মাতুব্বর নামের এক ব্যবসায়ী। গত বুধবার দুপুরে থানা অভ্যন্তরে ওসির কক্ষে সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তির সামনে গরুব্যবসায়ীর নিকট থেকে খোয়া যাওয়া করা ১ লক্ষ ৮৫ হাজার টাকা জমা দিয়ে সবাইকে তিনি অবাক করে দেন। জানাগেছে নোয়াখালী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে তিন গরু ব্যবসায়ী ইমরান হোসেন (৪০), আলমগীর মিয়া (৩৫) ও দুলু মিয়া বিকাশ পরিবহন যোগে গরু ক্রয়ের জন্য ফরিদপুর যাচ্ছিলেন। এসময় যাত্রীর ছদ্মবেশে থাকা অজ্ঞান পাটির সদস্যরা তাদের কে কৌশলে নেশা দ্রব্য পান করায়। নেশার ঘোরে সবাই অজ্ঞান হয়ে পরলে অজ্ঞান পাটির সদস্যরা তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার চ্ছেষ্টা করে ব্যর্থ হয়। এসময় বিকাশ পরিবহনের ষ্টাফরা তাদের কে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে নামিয়ে রেখে চলেযায়। এসময় স্থানিয় ব্যবসায়ী আলম মাতুব্বর তিন গরু ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাদের কে ভাঙ্গা হাসপালে ভর্তি করে তাদের আত্মীয় স্বজনকে মোবাইল ফোনে খবর দেয়। খবর পেয়ে তার আত্মীয় স্বজনরা ভাঙ্গা হাসপাতালে চলে আসে । এসময় তিন ব্যবসায়ীর নিকট থেকে ১ লক্ষ ৮৫ হাজার টাকা, দুইটি মোবাইল সেট ও একটি হাত ঘড়ি উদ্ধারের পর তার নিকট জমা রাখেন। তাদের পরিবার সুত্রে জানা গেছে তাদের বাড়ী নোয়াখালীর শায়েসতানগর গ্রামে। এঘটনার পর আলম মাতুব্বর থানায় গিয়ে জমা কৃত টাকা ও অনান্য মালামাল ভাঙ্গা থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন ঢালীর কক্ষে সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিদের সামনে থানায় জমা দেন। এঘটনায় উপস্থিত সকলে তার সততায় মুগ্ধ হয়। এটি সততার বিরল দৃষ্টান্ত। আলম মাতুব্বরের বাড়ি উপজেলার ব্যাহ্মন কান্দা গ্রামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top