সকল মেনু

দুই পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

হটনিউজ ডেস্ক:

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল।

মঙ্গলবার (২৫ মে) শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

তামিম ইকবাল নেতৃত্বাধীন দলটিতে এদিন দুটি পরিবর্তন আনা হয়েছে।

মোহাম্মদ মিঠুনের জায়গায় সুযোগ হয়েছে মোসাদ্দেক হোসেনের। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের।

অন্যদিকে একাদশে কোনও পরির্বতন ছাড়াই মাঠে নেমেছে লঙ্কানরা।

গেল রোববার সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এদিন জয় তুললেই সিরিজ জয়ের পাশাপাশি রয়েছে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে ওঠার সুযোগ।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন দ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ

দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top