সকল মেনু

আটকের পর প্রথমবার আদালতে সু চি

হটনিউজ ডেস্ক:

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক হওয়ার পর প্রথমবারের মতো আদালতে একটি শুনানিতে অংশ নিয়েছেন অং সান সু চি। সোমবার ওই শুনানি অনুষ্ঠিত হয়। সুচির আইনজীবীর বরাত দিয়ে আজ এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

Thae Maung Maung নামের ওই আইনজীবী বলেছেন, আদালতে হাজির সু চিকে সুস্থ মনে হয়েছে। সু চি শুনানির আগে তার আইনজীবী দলের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে আটক হন শান্তিতে নোবেলজয়ী সু চি। তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রেখে রাষ্ট্রের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর প্রায় ৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। সামরিক শাসনবিরোধী বিক্ষোভে শত শত মানুষ প্রাণ হারিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top