সকল মেনু

মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে অভিনব প্রতিবাদ পোগবার

হটনিউজ ডেস্ক:

ওল্ড ট্র্যাফোর্ডে গত মঙ্গলবার (১৯ মে) ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ফুলহ্যাম ম্যাচের পর এক চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা।

ম্যাচের পর পল পোগবা আর আমাড ডিয়ালো চমকে দিলেন সবাইকে। কারণ স্টেডিয়ামের মধ্যেই তারা ফিলিস্তিনের পতাকা তুলে ধরে। গাজ়া লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস অধ্যুষিত এলাকায় প্রচুর প্রাণহানিও হচ্ছে। তারই প্রতিবাদে ফিলিস্তিনকে সমর্থন করতে নেমে পড়েন ম্যান ইউয়ের এই দুই তারকা। যে অভিনব প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন ক্লাবটির ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার।

ওয়ে গুন্নার সোলসার বলেন, একটা দল চালাতে হলে বিভিন্ন জায়গা থেকে ফুটবলারদের আনতে হয়। এরা ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে উঠে আসেন। আমাদের উচিত এ সব কিছুর বিরোধিতা না করে সংশ্লিষ্ট ফুটবলারদের মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানো। একজন ফুটবলার সমাজসচেতন হতেই পারেন। তাতে অন্যায় কিছু নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top