সকল মেনু

বিকেলে ভারতের মুখোমুখি বাংলাদেশ

Bangladesh-football20130903001134 (1) স্পোর্টস ডেস্ক, ঢাকা, ৩ সেপ্টেম্বর:  সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে  মঙ্গলবার বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

নেপালের আর্মড ফোর্স মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

নেপালের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারের পরও দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সেমিফাইনালের পথ রচনার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

নেপালের বিরুদ্ধে ডিফেন্স, মিডফিল্ড, ফরোয়ার্ড সব পজিশনেই ঘাটতি ছিল ফুটবলারদের। কোচ লোডভিক ডি ক্রুইফ ভারতের বিরুদ্ধে ম্যাচকে নিজের ক্যারিয়ারের কঠিন পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন।

তবে তিনি আশা ব্যক্ত করেছেন, তিনি এখনও সেমিফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী। তাঁর ফুটবলাররা এ ম্যাচে জয়ের জন্যই খেলবে।

দলে পরিবর্তন আনারও আভাস দিয়েছেন কোচ। বাংলাদেশ কোচের দুশ্চিন্তা তাই চোট সমস্যা নিয়ে।
তিনি বলেন,‘অধিনয়াক মামুনুল ইসলাম আমাদের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। সে এখনও সেরে ওঠেনি, তাই আমরা নিশ্চিত নই কাল (মঙ্গলবার) তাকে খেলানো যাবে কিনা। তবে মিডফিল্ডার সোহেল রানা কিছুটা সেরে উঠেছে, তাকে খেলানো যেতে পারে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top