সকল মেনু

১৮ বছরের নিচেও পরিচয়পত্র

PM_meeting-bg20130902062952 বিশেষ প্রতিনিধি, হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: ১৮ বছরের নিচেও যে কোনো বয়সের বাংলাদেশি নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিধান রেখে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (সংশোধন) আইন-২০১৩’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। এর আগে ১৮ বছর না হলে কোনো নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়া হতো না। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ সব তথ্য দেন। সচিব বলেন, ‘এ আইনের মাধ্যমে যারা ভোটার নন, তারাও জাতীয় পরিচয়পত্র পাবেন। পাশাপাশি কোনো ভোটারের পরিচয়পত্রের মেয়াদ বাড়ানোর বিষয়ে ছয়মাসের বাধ্যবাধকতা থাকলো না, নতুন এই আইনের খসড়ায়।’ মন্ত্রিপরিষদ সচিব জানান, আগের জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হওয়ার ছয়মাসের মধ্যে তা রি-রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু, নতুন আইনের খসড়ায় মেয়াদ শেষের ছয় মাসের মধ্যে কিংবা মেয়াদ শেষ হওয়ার পরেও পরিচয়পত্র নবায়ন করতে পারবেন। রি-রেজিস্ট্রেশন করার বিধান থাকছে না। আইনের খসড়াটি নাগরিকবান্ধব করা হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top