সকল মেনু

হাঁস আটক গুপ্তচর সন্দেহে

hash20130901190552হটনিউজ আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা, ২ সেপ্টেম্বর :  গুপ্তচর সন্দেহে মিশরে একটি হাঁসকে আটক করেছে পুলিশ।

মিশরের নীল নদের দক্ষিণ উপকূল কেনাতে এক জেলে পাঁচটি হাঁস ধরেন। যার মধ্যে এই হাঁসটিও ছিল।

হাঁসটির পালকের মধ্যে যন্ত্রটি পেয়েই সন্দেহ হয় তার। তখনই তাকে কেনার আরবী উপজাতিদের হাতে তুলে দেন তিনি। তারাই পুলিশে অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে শুক্রবার হাঁসটিকে আটক করে পুলিশ। নিরাপত্তা ও পরিবেশ বিভাগের কর্মীরা যন্ত্রটি পরীক্ষা করে দেখছে। যদিও যন্ত্রটি কোনও বিস্ফোরক বা স্পাই ক্যামেরা নয় বলে এরমধ্যেই নিশ্চিত হয়েছে পুলিশ।
জানা গেছে এই যন্ত্রের সাহায্যে ফরাসী বিজ্ঞানীরা পরিযায়ী পাখিদের গতিবিধির ওপর লক্ষ্য রাখেন।

এর আগে গত জানুয়ারী মাসে মিশরের কালুবিয়াতে ধরা পড়ে এক ঝাঁক পায়রা। একজনের পায়ে ছোট্ট একটি কাগজে লেখা বার্তা থেকে তৈরি হয় সন্দেহ। তাকে পাঠানো হয়েছিল তদন্তের জন্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top