সকল মেনু

কংগ্রেসের অনুমতির অপেক্ষায় সিরিয়া হামলা-বারাক ওবামা

Obama-L20130831201307ডেস্ক নিউজ,ঢাকা, ১ সেপ্টেম্বর:  কংগ্রেসের অনুমতির অপেক্ষায় ঝুলে আছে সিরিয়া হামলা।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানের জন্য কংগ্রেসের অনুমতি চেয়েছেন।

শনিবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে দেওয়া এক বক্তব্যে তিনি এই অনুমতি চান।

এসময় ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনা করবে, তবে তা হবে কেবলমাত্র মার্কিন কংগ্রেসের অনুমোদন পাবার পর।’

আগামী ৯ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে এ বিষয়ে যুক্তিখণ্ডণ ও ভোট গ্রহণ হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top