সকল মেনু

মাছ শিকারে যাওয়ার পথে ঘাতক ট্রাক কেড়ে নিল ৩ বন্ধুর প্রাণ

হটনিউজ ডেস্ক:

মিল্লায় ছয় বন্ধু মিলে গোমতী নদীতে মাছ শিকারে বড়শি নিয়ে যাচ্ছিলেন। তবে গোমতীর মাছ শিকার করা আর হলো না তাদের। অটোরিকশাযোগে পালপাড়া এলাকার চৌরাস্তার সামনে এলে বেপরোয়া বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু হয়।

গুরুতর আহত হন অটোচালকসহ আরও চারজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজে সামনের সড়কে আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চাঁনপুর সওদাগর পাড়া এলাকার মৃত হারুন মিয়া ছেলে আবদুল কাদের সাওদাগর (৭৫), মৃত মুকুল হোসেনের ছেলে মতি মিয়া (৭৩), ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া (৬০) ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মান্নান মিয়া (৭২), ওয়াদুদ মিয়া (৭৫), ও রুক মিয়াসহ (৭০)অজ্ঞাতনামা অটোরিকশাচলক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে গোমতী বাঁধ সড়কের পালপাড়া ব্রিজ এলাকায় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। গুরুতর আহত বাকিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহত ও নিহতদের সবাই একই পাড়ার বাসিন্দা হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী জানায়, শখের বশে বৃদ্ধ বয়সেও তারা প্রায়ই বড়শি দিয়ে মাছ শিকারে বিভিন্ন এলাকায় যেতেন। নিহত তিন বন্ধুকে গোমতী তীরের একই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top