সকল মেনু

শিশুদের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরির তথ্য প্রকাশ

হটনিউজ ডেস্ক:

প্রাপ্তবয়স্কদের তুলনায় দশ বছরের কম বয়সী শিশুদের শরীরে বেশি করোনার অ্যান্টিবডি তৈরি হচ্ছে বলে ‘যামা নেটওয়ার্ক ওপেন’ এর প্রকাশিত এক সমীক্ষা এ তথ্য উঠে এসেছে।

কানাডিয়ান সংবাদ মাধ্যম সিটিভির বরাতে জানা যায়, গত বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ওয়েল কর্নেল মেডিসিনের গবেষকরা ১২০০ শিশু ও ৩০ হাজার প্রাপ্তবয়স্কদের অ্যান্টিবডি পরীক্ষা করেছেন। এরমধ্যে ইনফেকশন দেখেছেন ১৭ শতাংশ ও ১৯ শতাংশ হারে।

গবেষকরা সিদ্ধান্তে পৌঁছেছেন, প্রাপ্তবয়স্করা যেভাবে করোনাভাইরাসে আক্রান্ত হলে দুর্বল ও ঝুঁকিতে থাকেন। কিন্তু একজন শিশু করোনা আক্রান্ত হলে তুলনামূলক কম ঝঁকিতে থাকে। বয়ঃসন্ধিতে থাকা বাচ্চাদের থেকে ১০ বছরের নিচে থাকা বাচ্চাদের শরীরে অ্যান্টিবডি অনেক বেশি তৈরি হচ্ছে। ফলে এই বয়সের বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা কমছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top