সকল মেনু

আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

Saf20130830211849স্পোর্টস ডেস্ক,ঢাকা, ৩১ আগস্ট:  শনিবার নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে পর্দা উঠছে দশম সাফ ফুটবল ম্পিয়নশীপের। উদ্বোধনী দিন স্বাগতিক নেপালের মুখোমুখি হবে ২০০৩ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে সাফে বাংলাদেশ পাঁচবার নেপালের মুখোমুখি হয়েছিল। পাঁচবারের সাক্ষাতে চারবারই লাল-সবুজরা জয় পেয়েছে। ২০১১ সালে দিল্লিতে অনুষ্ঠিত সাফের নবম আসরে একমাত্র জয় পেয়েছিল নেপালীরা।

১৯৯৩ সালে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন গোল্ড কাপ টুর্নামেন্ট নামে পাকিস্তানে প্রথম যাত্রা শুরু হয়। এর পর ১৯৯৭ সালে নেপালে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন গোল্ড কাপ এর পরিবর্তে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) নামে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সাফের আট দেশের ফুটবলাররা নেপালে পৌছেছে। এবারের আসরে ‘এ’ গ্রুপে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এবং সাফের বর্তমান চ্যাম্পিয়ন ভারত রয়েছে। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও ২০০৮ এর সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top