সকল মেনু

সাংবিধানিক ভাবে যথা সময়ে নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

mohiuddin-alamgir নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:  সংসদ ভেঙ্গে নির্বাচন দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগী বলেছেন সাংবিধানিক ভাবে যথা সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিরোধী দলের নেত্রীর কথা সংবিধান সম্মত নয়। আমাদের নেত্রী বলেছেন যে, তিনি সংবিধান থেকে এক চুলও লড়বেন না। সংবিধানে যা আছে সে সংবিধানের সকল নীতি সকল নির্দেশ মেনে আমারা যথাসময়ে নির্বাচন সম্পন্ন করে জনসাধারণকে গণতান্ত্রিক সরকার উপহার দেব।

ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশদনী বাতিল করা হবে মওদুল আহমেদের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার মওদুদ কিংবা তার সাঙ্গ-পাঙ্গদের হুমকি ধমকি কোনো কাজ হবে না। এমনকি আমাদের লক্ষ্য থেকে বিচলিত হবো না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top