সকল মেনু

চারদফা দাবিতে জনকণ্ঠের সাংবাদিক কর্মচারীদের সমাবেশ

হটনিউজ ডেস্ক:

চারদফা দাবিতে আবারো সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ‘জনকণ্ঠ ইউনিট’ এবং দৈনিক জনকণ্ঠ সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার ইস্কাটনের জনকণ্ঠ ভবনের তৃতীয় তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জনকণ্ঠে কর্মরত দুই শতাধিক সাংবাদিক কর্মচারী সহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে, সাংবাদিক কর্মচারীদের কেউ পত্রিকার প্রকাশনা বন্ধের পক্ষে নয়। আগের মতো প্রতিযোগিতামূলক পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখার দাবি সবার। আগামী ১৫ মার্চের মধ্যে শ্রম আইন অনুযায়ি বঞ্চিতদের অস্টম ওয়েজবোর্ড হালনাগাদ, সকল সাংবাদিক কর্মচারীদের প্রমোশন ও ইনক্রিমেন্ট বাস্তবায়ন করতে হবে। অন্যায়ভাবে কোন সাংবাদিক কর্মচারীকে ছাঁটাই করা যাবে না। জনকণ্ঠে কর্মরত সবাই অফিসের নিয়ম মেনে কাজ করতে বদ্ধ পরিকর।

জনকণ্ঠ ইউনিট চীফ রাজন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংবাদিক নেতা আতিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, মীর লিয়াকত আলী, পলাশ চন্দ্র দাস, রশিদ মামুন, নিখিল মানকিন, নাজনীন বেগম, মিথুন আশরাফ, তৌফিক অপু, মলয় বিশ্বাস দেবনাথ, আনোয়ারুল ইসলাম সাজু, চঞ্চল ঘোষ, খন্দকার হাফিজুর রহমান বিপ্লব প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top