সকল মেনু

টিকা ছাড়া হজ নয় : সৌদি সরকার

হটনিউজ ডেস্ক:

মহামারি করোনার সময়ে সামনের হজ পালনে ইচ্ছুকদের করোনার টিকা নিয়েই সৌদি প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, পবিত্র হজ আয়োজনে এই মহামারির সময়ে সৌদি সরকার সব প্রস্তুতি নিয়েছে। হজ ব্যবস্থাপনার যাতে কোনও ত্রুটি না হয় সেজন্য মদিনার স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য মহামারি করোনার কারণে গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বন্ধ করে দেয় সৌদি সরকার। দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ৪ অক্টোবর থেকে কঠোর নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে শুরু করা হয়।

মহামারি করোনার দ্বিতীয় ধাপে যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে নতুন করে কোভিড-১৯ এর প্রাদূর্ভাব দেখা যাওয়ায় বছরের শেষ সপ্তাহে বহিঃবিশ্বের সঙ্গে আবারও বিমান চলাচল এক সপ্তাহের জন্য বন্ধ করা হলে এখন আবার যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top