সকল মেনু

দেশে অঘোষিত জরুরী অবস্থা চলছে: তরিকুল

Toriqul20130829194229 (1)ঝিনাইদহ প্রতিনিধি, ৩০ আগস্ট:  দেশে অঘোষিত জরুরী অবস্থা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার ঝিনাইদহ প্রিয়া সিনেমা হল কক্ষে জেলা বিএনপি আয়োজিত যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ হত্যাসহ সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করেছে। দলীয় নেতা-কর্মী হওয়ায় ৫০ হাজার আসামী মুক্তি দিয়েছে। অথচ বিরোধী দলীয় নেতাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি, সারা দেশে চলছে হত্যা-গুমের রাজনীতি।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মসিউর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। এছাড়া মিজানুর রহমান মিনু, সাবেক এমপি আব্দুল ওহাব, সাবেক এমপি শহীদুজ্জমান বেল্টু প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top