সকল মেনু

কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট একযোগে কাজ করে। এর আগে রাত ৯টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাষীশ বর্ধন বলেন, আগুন নেভাতে তেজগাঁও, মোহাম্মদপুর ও সিদ্দিক বাজার কার্যালয় থেকে আটটি ইউনিট যায়। একঘণ্টার চেষ্টায় রাত ১০টা ১০ মিনিটে আগুন নেভানো গেছে।

তিনি বলেন, এখানে বেশকিছু খাবার হোটেল আছে। টিন শেডের দ্বিতীয় তলায় কিছু মেস ছিল। প্রাথমিকভাবে মনে হয়েছে, আগুন হোটেল থেকে লাগতে পারে। তবে তদন্ত না করে বিস্তারিত বলা সম্ভব না। এ ছাড়া কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তাও এখন বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top