সকল মেনু

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা মামলা খারিজ

download (4)আদালত প্রতিবেদক:পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বিএনপিপন্থী আইনজীবী কামরুল ইসলাম সজলের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক গতকাল বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন। মামলা করার কোনও এখতিয়ার না থাকায় আদালত এ মামলা খারিজ করে দেয়। আদেশে বলা হয়, মামলার বাদী হরতাল ডাকেন না। যে কারণে তার সংক্ষুবদ্ধ হওয়ার কোনও যোগ্যতা নেই। এ আদেশের প্রতিক্রিয়ায় বাদীর আইনজীবী মোহাম্মদ আলী এ প্রতিবেদককে বলেন,‘ আমরা আশা করেছিলাম, আদালত মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে। আদালতের এ আদেশে আমরা হতাশ হয়েছি।’ গতকাল সকালে বাদী সজল আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দ-বিধির ৫০৬ ধারায় মামলা করেন। আরজিতে বাদী উল্লেখ করেন, গত ১৬ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একটি শোক সভায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা নেতার হুকুমের অপেক্ষায় বসে থাকেন। আমি বলছি, এটাই আমার শেষ বক্তৃতা।আর কেউ হরতাল করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে’। লতিফ সিদ্দিকীর এ বক্তব্য ওইদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় এবং ১৭ আগস্ট বিভিন্ন জাতীয় পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। মন্ত্রী হিসেবে তিনি এ ধরণের কথা বলতে পারেন না অভিযোগ করে বাদী তার আরজিতে উল্লেখ করেন, ‘ এ ধরণের কথা বলে মন্ত্রী লতিফ সিদ্দিকী দ-বিধির ৫০৬ এর দুই ধারার অপরাধ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top