সকল মেনু

টিকা নিতে সবাই দ্রুত নিবন্ধন করুন : প্রধান বিচারপতি

হটনিউজ ডেস্ক:

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের সব বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৪০ জনের মতো টিকা নিয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকাগ্রহণ শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানান প্রধান বিচারপতি।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমি টিকা দিয়েছি। আমার স্ত্রীও দিয়েছে। আমার এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আমাদের দেশের সর্বোচ্চ আদালত হলো- আপিল বিভাগ, আপিল বিভাগের আমিসহ প্রত্যেক বিচারপতি টিকা দিয়েছেন এবং হাইকোর্ট বিভাগের আমরা ৪০ জনের মতো টিকা দিয়েছি। সুতরাং আমি দেশবাসীকে বলবো, সবাই যাতে তাড়াতাড়ি নিবন্ধন করেন।’

তিনি আরও বলেন, ‘স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেয়া হয়েছে। এটা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top