সকল মেনু

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ অধ্যক্ষ অবরোদ্ধ

মদন (নেত্রকোণা) থেকে নুরুল হক রুনু: নেত্রকোণা জেলার মদন উপজেলায় সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজে স্নাতক কোর্সের ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বৃহষ্পতিবার কলেজ অধ্যক্ষসহ সকল শিক্ষকদের দুই ঘন্টা নিজ কক্ষে অবরোদ্ধ করে রাখে বিক্ষোব্দ শিক্ষার্থীরা। জানা যায়, অন্যান্য সরকারী কলেজে ৮শত ৫০ টাকা ফি আদায়ের সরকারী নির্দেশনা থাকা সত্ত্বেও উক্ত কলেজে ২৩ শত থেকে ৩ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ফি আদায় করায় গত ১ সপ্তাহ ধরে ফি কমানোর দাবীতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। বৃহষ্পতিবার ফরম পূরনের শেষ দিন থাকায় তাদের দাবী না মানায় ছাত্ররা সকাল ১১ ঘটিকায় অধ্যক্ষসহ সকল শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে অবরোদ্ধ করে রাখে। এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলম বেলা-২ টায় ঘটনাস্থলে পৌছে আন্দোলনরত ছাত্র ও শিক্ষকদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পরবর্তীতে কলেজ সম্মেলন কক্ষে শিক্ষকদের সাথে নির্বাহী কর্মকর্তা আলোচনা করে ১ম বর্ষে কলেজ কর্তৃপক্ষের ধার্যকৃত ২৩ শত ৫০ টাকার স্থলে ১২ শত টাকা, দ্বিতীয় বর্ষে ২৩ শত ৫০ টাকার স্থলে ১৪শত ও তৃতীয় বর্ষে ৩ হাজার টাকার স্থলে ২১ শত ৫০ টাকা ধার্য্য করে ফরম পূরনের নির্দেশ দেন। এতে ছাত্র-অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসে। এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুল হকের সাথে যোগাযোগ করা হলে কলেজটি সরকারী করনের পূর্বের বেতন, ফরম পূরনের ফি এর সাথে যুক্ত হওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী অফিসার জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ফি নির্ধারন করে পরিস্থিতি শান্ত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top