সকল মেনু

বান্দরবানে বন্যহাতির আক্রমণে দুই কৃষকের মৃত্যু

হটনিউজ ডেস্ক:

বান্দরবানের আলীকদমে বন্যহাতির আক্রমণে দু’জনের মৃত্যু হয়েছে। তারা পেশায় কৃষক। রবিারর ভোর রাতে এ ঘটনা ঘটে।

আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে ফসলি জমি ও কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান একজন। খবর পেয়ে স্থানীয়রা আগুন ও লাঠিসোটা নিয়ে ধাওয়া করে হাতিদের তাড়াতে সক্ষম হন। কিন্তু ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন।

নিহতরা হলেন- মনছুর আলম (১৭) এবং হুমায়ুন কবীর (১৪)। নিহতরা রেপারপাড়া কোনা এলাকার বাসিন্দার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উদ্দিন জানান, বন্যহাতির আক্রমণে নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top