সকল মেনু

সালথায় প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর পাচ্ছে ৩৫ টি ভূমিহীন পরিবার

হটনিউজ ডেস্ক:

‘আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানে ফরিদপুরের সালথা উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহনির্মাণের কাজ সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন।

উপজেলার ৩৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের ভাগ্য বদলে হচ্ছে নতুন ঠিকানা। এসব পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। তাদের স্বপ্নের ঘর পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সালথা উপজেলায় ৩৫ টি ঘর বরাদ্দ পেয়েছি। জেলা প্রশাসকের সার্বিক দিক-নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহনির্মাণ কাজ শেষ করা হয়েছে। আগামীকাল শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top