সকল মেনু

তেঁতুল হুজুররা যতদিন থাকবে নারীরা ততই হুমকির মুখে থাকবে- তথ্যমন্ত্রী

 DSC_0452মনিরা,হটনিউজ২৪বিডি.কম : ২৮ আগস্ট বিকেল ৩টায় মতিঝিল বিসিক অডিটোরিয়াম মিলনায়তনে (জেসমিন মঞ্চে) ২৭-২৮ আগস্ট দু’দিনব্যাপী তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট)-এর ৩য় সম্মেলনের শেষ দিনে “দেশের এসএমই উত্তরণে তৃণমূলের ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও প্রধান এসএমই এন্ড স্পেশাল বিভাগের শ্রী সু- কোমল সিংহ চৌধুরী, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উপদেষ্টা আবুল হোসাইন, গার্হস্থ্য নারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার, সাংবাদিক সুমী খান প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্)-এর সভাপতি জেসমিন খান। সভা পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা অনিতা দাস।

সভায় প্রধান অতিথি মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে নারী উদ্যোক্তার প্রধান সমস্যা সাম্প্রদায়িক শক্তি, নারী উদ্যোক্তার প্রধান বাধা তেঁতুল হুজুর। এই তেঁতুল হুজুররাই বলে প্রত্যেক নারীরাই হচ্ছে তেঁতুল। নারীদের ৫ম শ্রেণীর উপরে লেখা-পড়া করতে পারবে না, গার্মেন্টেসে যেসব নারীরা কাজ করে তারা নাকি জেনা করে অর্থ উপার্যন করেন। বাংলাদেশে তেঁতুল হুজুররা যতদিন থাকবে আপনারা নারীরা ততই হুমকির মুখে থাকবেন। নারীর ক্ষমতায়নের জন্য তেঁতুল হুজুরদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

সম্মেলনে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

২১ জন নবনির্বাচিত কমিটি নিুরূপ : সভাপতি- জেসমিন খান, সহ-সভাপতি হীরা নেওশের, নিলুফার ইয়াসমিন, রেবেকা সুলতান, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, যুগ্ম সম্পাদক মাসুমা বেগম, সহ-সম্পাদক মাকসুদা বেগম, সায়লা আক্তার মুক্তা, বিউটি মরং, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রচার সম্পাদক নার্গিস আহমদ, আইন ও শালিস সম্পাদক রোকেয়া মাহবুব চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী, অর্থ সম্পাদক তৌহিদা হায়দার রীনা, সদস্য ফরিদা আক্তার, কুমকুম। নির্বাচিত কমিটি পরে ৫ জন সদস্য কোঅপ্ট করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top