সকল মেনু

এনবিআর সদস্যদের সচিব করার প্রস্তাব

NBR20130828095003হটনিউজ২৪বিডি.কম,নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ২৮ আগস্ট: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য পদমর্যাদায় থাকা কর্মকর্তাদের সচিব পদে উন্নতি করার প্রস্তাব করা হয়েছে।
সম্প্রতি এনবিআরের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে এরইমধ্যে পাঠানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বিষয়ে একমত হয়েছেন। শীঘ্রই সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে পারে।
বর্তমানে এনবিআরে অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৬ জন সদস্য রয়েছে। যার মধ্যে রাজস্ব বোর্ড সভায় সিনিয়র আট জনকে সচিব পদে উন্নতি করার প্রস্তাব রাখা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top