সকল মেনু

দুলাল ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক:

আজ বুধবার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দুলাল ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৯ সালের ৬ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে পরলোকগমন করেন। দুলাল ভট্টাচার্য ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী উপজেলার উজিরপুর গ্রামে এক সম্ভ্রান্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারে ১৯৩১সালে জন্মগ্রহণ করেন। তিনি আপদমস্তক বঙ্গবন্ধুর একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী দুলাল ভট্টাচার্যের পরিবার মুক্তিযুদ্ধের বিরোধীশক্তির কাছে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। দেশ বিভাগ ও মুক্তিযুদ্ধ চলাকালীন সনাতন ধর্মাবলম্বীরা যেখানে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে জীবন বাঁচাতে পাড়ি জমান আর সেখানে দুলাল ভট্টাচার্য ভারত ছেড়ে বাংলাদেশের মাটিতে এসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দুলাল ভট্টাচার্যের ছয় ছেলে ও তিন মেয়ে যারা সরকারের বিভিন্ন উচ্চপদে কর্মরত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top