সকল মেনু

স্মিথ-কোহলিকে সরিয়ে এক নম্বরে উইলিয়ামসন

দীর্ঘদিন ধরে টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা নিয়ে লড়াই করেছেন অস্ট্রেলিয়ার তারকা স্টিভেন স্মিথ ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ঘুরে-ফিরে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতেন এ দুজনই। এবার সেই তালিকায় যোগ হয়েছেন আরেক নাম কেইন উইলিয়ামসন। স্মিথ-কোহলিকে পেছনে ফেলে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

আজ বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে টেস্ট র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ করেছে আইসিসি। সেখানে সর্বোচ্চ ৮৯০ রেটিং নিয়ে সবার শীর্ষে আছেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিয়ে বছর শেষ করলেন উইলিয়ামসন।

ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে ভালো কাটেনি স্মিথের। দুই ইনিংসে ব্যর্থ থেকে রেটিং কমেছে তাঁর। অন্যদিকে ছুটিতে থাকায় কোহলিরও উন্নতি হয়নি। ৮৭৯ রেটিং নিয়ে দ্বিতীয়তেই আছেন কোহলি। রেটিং কমে ৮৭৭ নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন স্মিথ।

অন্যদিকে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করে ছয় নম্বরে উঠেছেন রাহানে। আরেক টেস্টে সেঞ্চুরি করে ১৪ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ দু প্লেসি। ২১ নম্বরে উঠেছেন তিনি।

বোলারদের মধ্য শীর্ষ চারে পরিবর্তন আসেনি। বরাবরের মতোই শীর্ষে আছেন প্যাট কামিন্স। এরপর আছেন যথাক্রমে স্টুয়ার্ট ব্রড, নিল ওয়্যাগনার ও টিম সাউদি। এগিয়েছেন মিচেল স্টার্ক। দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন তিনি। দুই ধাপ এগিয়ে সাতে আছেন রবিচন্দ্রন অশ্বিন। তিন ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন জশ হেইজেলউড। এক ধাপ এগিয়ে নয় নম্বরে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। ১০ নম্বরে আছেন জেমি অ্যান্ডারসন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বেন স্টোকস। দুইয়ে আছেন জেসন হোল্ডার। তিনে রবিন্দ্র জাদেজা। আর চারে আছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top