সকল মেনু

সৌদি আরবের নারী অধিকারকর্মীর কারাদণ্ড

হট নিউজ ডেস্ক:

সৌদি আরবের বিশিষ্ট নারী অধিকারকর্মী লুজাইন আল-হাথলুলকে সোমবার ৫ বছর ৮ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ৩১ বছর বয়সী হাথলুলকে ২০১৮ সাল থেকে গ্রেফতার করে রাখা হয়েছে।

এই রায়ের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হাথলুলের বিরুদ্ধে আনা অভিযোগকে ভুয়া বলে অভিহিত করেছে। এছাড়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের স্থানীয় মানবাধিকার গ্রুপ ও আইন প্রণেতারা তার মুক্তির আহ্বান জানিয়েছেন।

স্থানীয় প্রচার মাধ্যম জানিয়েছে, হাথলুলের বিরুদ্ধে সৌদি রাজনৈতিক ব্যবস্থা রদবদল এবং জাতীয় নিরাপত্তার ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।
সোমবার সৌদির সাবক এবং আল-শার্ক আল-আওসাত সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্কের জন্য এটি একটি প্রাথমিক চ্যালেঞ্জ। ইতোমধ্যে বাইডেন রিয়াদের মানবাধিকার রেকর্ড নিয়ে সমালোচনা করেছেন।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top