সকল মেনু

নারী বন্দিদের জন্য আধুনিক কারাগার উদ্বোধন রবিবার

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নারী বন্দিদের জন্য নির্মিত আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘মহিলা কেন্দ্রীয় কারাগার, ঢাকা’ উদ্বোধন করা হবে আগামীকাল। এটি উদ্বোধনের পর ঢাকা বা দক্ষিণাঞ্চলের বন্দিদের কাশিমপুরে নেওয়ার ঝামেলা আর হবে না।

রবিবার (২৭ ডিসেম্বর) কারাগারটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারীদের জন্য গাজীপুরের কাশিমপুরে একটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। কেরানীগঞ্জের নারী কেন্দ্রীয় কারাগারটি হবে দ্বিতীয়। এখানে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত নারী বন্দিদের রাখা হবে।

কারা সূত্র জানায়, কাশিমপুর কারাগারে ধারণক্ষমতার তিনগুণ বেশি বন্দি বাস করছেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পের (১৯৪ একর জমি) আওতায় নারীদের জন্য পৃথকভাবে ওই মহিলা কারাগার নির্মাণ করা হয়।

গত মার্চে নারীদের এই কারাগারটির নির্মাণকাজ শেষ হলেও করোনার কারণে তা চালু করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top