সকল মেনু

বিএসএফের হাতে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী আটক

downloadচুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী ধরা পড়েছে ভারতীয় সীমান্তরক্ষি বিএসএফের হাতে। আজ বুধবার সকাল সাড়ে ৬টায় গরু আনার জন্য কুসুমপুর সীমান্ত থেকে ভারতের দেড় কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ তাকে আটক করে। কুসুমপুর ক্যাম্প কমান্ডার সুবেদার জামসেদ আলী বাংলাদেশী ওই গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দিয়েছেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল গাজি আসাদুজ্জামান জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের খোকন মিয়ার ছেলে গরু ব্যবসায়ী ফয়সাল আহমেদ (১৯) আজ বুধবার সকাল সাড়ে ৬টায় গরু আনার জন্য কুসুমপুর সীমান্তের ৬১ মেইন পিলারের সাব পিলার ৮ এর পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতের দেড় কিলোমিটার অভ্যন্তরে যাওয়ার পর বিএসএফ তাকে আটক করে। বিএসএফের হাতে আটক গরু ব্যবসায়ী ফয়সাল আহমেদকে ফেরত চেয়ে কুসুমপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার জামসেদ আলী ভারতের নদীয়া জেলার চাপড়া থানার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফকে পত্র দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো উত্তর আসেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top